শিরোনাম
তথ্য ও প্রযুক্তি কার্যক্রম বিকাশে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি অধিদপ্তরের করণীয় ” শীর্ষক সেমিনার
বিস্তারিত



জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার সহযোগিতায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বান্দরবানের আয়োজনে “তথ্য ও প্রযুক্তি কার্যক্রম বিকাশে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি অধিদপ্তরের করণীয় ” শীর্ষক সেমিনার অদ্য সকাল ১১ ঘটিকায় অনলাইন প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয় ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জনাব মো: রেজাউল মাকছুদ জাহেদী, অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ।
বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি মহোদয়ের সভাপতিত্বে উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ।
সেমিনার প্রেজেন্টেশনের মাধ্যমে মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন জনাব মো: ফিরোজ সরকার, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তার উপস্থাপনায় সহযোগিতায় ছিলেন অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার জনাব মো: আসিফ।
আলোচকবৃন্দ বলের চতুর্থ শিল্প বিপ্লব ১০টি প্রযুক্তিনির্ভর, অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস, ক্লাউড টেকনোলজি, অটোনোমাস ভেহিক্যাল, সিনথেটিক বায়োলজি, ভার্চুয়াল অগমেন্টেড রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, ব্ল্যাক চেইন, থ্রিডি প্রিন্টিং এবং ইন্টারনেট অব থিংকস বা আইওটি- এই দশটি টেকনোলজি চতুর্থ শিল্প বিপ্লবকে লিড করবে। এ ১০টি টেকনোলজিকে বিশেষ গুরুত্ব দেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা ও আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় এর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের সন্তানরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে এবং আগামীর প্রযুক্তি বিপ্লব নেতৃত্বের আসনেই থাকবে বাংলাদেশ।
উক্ত সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার জনাব রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ এবং র্যাপোটিয়ারের দায়িত্ব পালন করেন নেজারত ডেপুটি কালেক্টর জনাব জাকির হোসাইন এবং সহকারী প্রোগ্রামার জনাব মোহাম্মদ ছুরত আলম আকাশ।