** ZOOM cloud meeting application এর মাধ্যমে অনলাইন সেমিনার **
“ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও শিক্ষার গুণগত মানোন্নয়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ভূমিকা ও করণীয়”
#প্রধান_অতিথি: জনাব মোহাম্মদ দাউদুল ইসলাম।
জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।
#সভাপতি: জনাব মো: শামীম হোসের
অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক, শিক্ষা ও আইসিটি), বান্দরবান পার্বত্য জেলা।
#অংশগ্রহনকারী: বান্দরবান জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, উপজেলার সহকারী প্রোগ্রামারবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ, বান্দরবান জেলায় স্থাপিত ১৩টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রতিষ্ঠান সম্মানিত প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি মহোদয় বলেন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের অনেক ভূমিকা রয়েছে তাই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। যদিও এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই এই মুহুর্তে ল্যাব ব্যবহার করা যাচ্ছে না। মহামারী পরবর্তী এই ল্যাব ব্যবহার করে আইটি এক্সপার্ট জনবল তৈরী করা জন্য সবাই অনুরোধ করেন। এ ছাড়া কোভিড-১৯ সময়কালে করোনা ভাইসারের ঝুঁকি থেকে সবাইকে সতর্কতার সাথে কাজ করে যাওয়ার পরামর্শ দেন ।
সভাপতি মহোদয় বলেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় ল্যাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও ল্যাপটপ ও কম্পউটারসহ সকল যন্ত্রপাতি মাঝে মধ্যে চালু করা জন্য সংশ্লিষ্ঠ সকল প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করেন।
সেমিনার এ রেপিটিয়ারের দায়িত্ব ছিলেন সহকারী কমিশনার (আইসিটি) জনাব মো: কায়েসুর রহমান ও সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) জনাব রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ।
উক্ত অনলাইন সেমিনারের হোস্ট ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ে প্র্রোগ্রামারে দায়িত্বপ্রাপ্ত ও জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত সহকারী প্রোগ্রামার জনাব মোহাম্মদ ছুরত আলম আকাশ।
সেমিনারটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, শিক্ষা ও আইসিটি জনাব মো: শামীম হোসেন।
=====
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস