Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অন্যান্য প্রকল্প

ইনফো-সরকার-৩: বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক ইনফো-সরকার-৩ প্রকল্পের আওতায় ০৫ টি (আজিজনগর, ফাইতং, ফাঁসিয়াখালী, বাইশারী, তারাছা) ইউনিয়নে Point of Presence (PoP) স্থাপন করা হয়েছে । ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের মাধ্যমে এবং সরকার নির্ধারিত “এক দেশ এক রেট” অনুসরণ করে (ইউডিসির উদ্যোক্তাগণ, ISP এবং NTTN) ইন্টারনেট সেবা দেয়া যাবে।

 কানেক্টেড বাংলাদেশ: কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের আওতায় ১৯টি (রোয়াংছড়ি, আলেক্ষ্যং, নোয়াপতং, রুমা, পাইন্দু, গ্যালেংগা, রেমাক্রী প্রাংসা, থানচি, বলিপাড়া, রেমাক্রী, তিন্দু, আলীকদম, চৈক্ষ্যং, লামা, গজালিয়া, রুপসীপাড়া, সরই, দোছড়ি, ঘুমধুম) ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট কানেক্টিভিটি স্থাপনের কার্যক্রম চলমান আছে।